শুকতারা

শেয়ার করুন          শুকতারাটা নিভে যাওয়ার অনেক আগেই বিভাবরী জাগা সুরের আবেশে, তোমার কন্ঠের মোহমাখা রেশ নিয়ে, ভেসে আসা ভৈরব তান শ্রুতিতে বিভোর আমার মনের ভেতরে যে অনুরণন তৈরি করেছে- তা আমার খুব পরিচিত, আগেও আমি মুগ্ধ হয়েছি বহুবার। উদাসী মনের খেয়ালগুলো ঘুম কেড়ে নিয়ে জাগিয়ে রাখে সারারাত। মনোনিবেশ করার চিরাচরিত অভ্যাস না থাকলেও বেশ অনেকটা জোর করে “শেষের কবিতা ” নিয়ে বসেছিলাম। সময়ের জটিলতা আর বয়স বিবেচনায় কিছুই মনে রাখতে পারিনি তার! অবশ্য,পড়াশোনার সবটুকু মনে রাখবার প্রয়োজনীয়তা অনুভব করি নি কখনও। ঠিক তেমনটাই ঘটেছে বিগত রাতের বিদ্যাচর্চায়! পরীক্ষাভীতি না থাকার … Continue reading শুকতারা